মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
আদব অধ্যায়
হাদীস নং: ২৪
আদব অধ্যায়
পরিচ্ছেদ: কেশের শুভ্রতা মেহদী, কাতাম (ঘাস বিশেষ) এবং এ জাতীয় বস্তু দ্বারা পরিবর্তন করা।
২৪। আবু রিমসা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) মেহদী এবং কাতাম ঘাস দ্বারা খেযাব লাগাতেন। তাঁর কেশ মোবারক তাঁর দুই কাঁধ পর্যন্ত পৌঁছত।
(আবূ দাউদ, নাসাঈ, তিরমিযী) তিরমিযী (র) হাদীসটিকে হাসান বলেছেন।
(আবূ দাউদ, নাসাঈ, তিরমিযী) তিরমিযী (র) হাদীসটিকে হাসান বলেছেন।
كتاب الأدب
باب ما جاء في تغيير الشيب بالحناء والكتم ونحوهما
عن ابى رمثة رضي الله عنه قال كان النبي صلى الله عليه وسلم يخضب بالحناء والكتم (8) وكان شعره يبلغ كتفيه أو منكبيه