মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

আদব অধ্যায়

হাদীস নং: ২৩
আদব অধ্যায়
পরিচ্ছেদ: কেশের শুভ্রতা মেহদী, কাতাম (ঘাস বিশেষ) এবং এ জাতীয় বস্তু দ্বারা পরিবর্তন করা।
২৩। আমার কাছে বর্ণনা করেছেন আবদুর রাজ্জাক (র)। তিনি বলেন, আমার কাছে মা'মার (র) ও আবদুল আ'লা (র) মা'মার (র) থেকে, তিনি যুহরী (র) থেকে, তিনি আবু সালামা (রা) থেকে এবং তিনি আবূ হুরায়রা (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ইয়াহুদ ও নাসারাগণ খেযাব লাগায় না। তোমরা তাদের বিরোধিতা কর। বর্ণনাকারী আবদুর রাজ্জাক (র) তার বর্ণিত হাদীসে বলেছেন, যুহরী (র) বলেছেন, হাদীসটিতে খেযাব লাগানোর নির্দেশ রয়েছে। সুতরাং আমি তা লাগানোর ব্যাপারে ফতওয়া দিচ্ছি এবং এটা আমার নিকট বেশি পছন্দনীয়। বর্ণনাকারী মা'মার (র) বলেছেন, যুহরী (র) কালো খেযাব লাগাতেন।
(বুখারী, মুসলিম ও ইমামচতুষ্ঠয় "বিরোধিতা কর" পর্যন্ত বর্ণননা করেছেন) হাদীসটির সনদ সহীহ।
كتاب الأدب
باب ما جاء في تغيير الشيب بالحناء والكتم ونحوهما
حدّثنا عبد الرازق أنا معمر وعبد الأعلى عن معمر عن الزهرى عن أبى سلمة عن أبى هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم أن اليهود والنصارى لا يصبغون فخالفوهم (4) قال عبد الرازق في حديثه قال الزهرى والأمر بالإصباغ فأحلكها أحب الينا (5) قال معمر وكان الزهرى يخضب بالسواد
tahqiqতাহকীক:তাহকীক চলমান