মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
আদব অধ্যায়
হাদীস নং: ২২
আদব অধ্যায়
পরিচ্ছেদ: কেশের শুভ্রতা মেহদী, কাতাম (ঘাস বিশেষ) এবং এ জাতীয় বস্তু দ্বারা পরিবর্তন করা।
২২। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা (খিযাব লাগিয়ে) তোমাদের বার্ধক্য (সাদা চুল) পরিবর্তন কর। ইয়াহুদ ও নাসারাদের সাদৃশ্য গ্রহণ কর না।
(তিরমিযী) হাফিয সুয়ূতী (র) হাদীসটিকে সহীহ বলেছেন।
(তিরমিযী) হাফিয সুয়ূতী (র) হাদীসটিকে সহীহ বলেছেন।
كتاب الأدب
باب ما جاء في تغيير الشيب بالحناء والكتم ونحوهما
عن أبى هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم غيروا الشيب ولا تشبهوا باليهود ولا بالنصارى