মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
আদব অধ্যায়
হাদীস নং: ১৫
পরিচ্ছেদ: গোঁফ খাট করা এবং দাড়ি লম্বা করা।
১৫। আবু উমামা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা বললাম, ইয়া রাসুলাল্লাহ! কিতাবীগণ তাদের দাড়ি খাট করে এবং গোঁফ লম্বা করে। বর্ণনাকারী বলেন, তখন নবী (ﷺ) বললেন, তোমরা তোমাদের গোঁফ খাট করবে, দাড়ি লম্বা করবে এবং কিতাবীদের বিরোধিতা করবে।
হাদীসটি পোশাক-পরিচ্ছন্ন অধ্যায়ে বিস্তারিত বর্ণিত হয়েছে।
হাদীসটি পোশাক-পরিচ্ছন্ন অধ্যায়ে বিস্তারিত বর্ণিত হয়েছে।
باب أخذ الشارب وإعفاء اللحية
عن أبى أمامة قال قلنا يا رسول الله أن أهل الكتاب يقصون عثانينهم (8) ويوفرون سبالهم، قال فقال النبي صلى الله عليه وسلم قصوا سبالكم ووفروا عثانينكم وخالفوا أهل الكتاب
