মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

আদব অধ্যায়

হাদীস নং: ১৪
আদব অধ্যায়
পরিচ্ছেদ: গোঁফ খাট করা এবং দাড়ি লম্বা করা।
১৪। তারই সূত্রে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা দাড়ি লম্বা কর, গোঁফ খাট কর এবং তোমরা তোমাদের দাড়ির শুভ্রতাকে (কোন কিছু দ্বারা) পরিবর্তন কর। ইয়াহূদ ও নাসারাদের সাদৃশ্য অবলম্বন কর না।
(তিরমিযী, ইবন হিব্বান)
كتاب الأدب
باب أخذ الشارب وإعفاء اللحية
وعنه ايضاً أن رسول الله صلى الله عليه وسلم قال أعفوا اللحى وخذوا الشوارب وغيروا شيبكم (6) ولا تشبهوا باليهود والنصارى
tahqiqতাহকীক:তাহকীক চলমান