মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
আদব অধ্যায়
হাদীস নং: ১০
আদব অধ্যায়
পরিচ্ছেদ: গোঁফ খাট করা এবং দাড়ি লম্বা করা।
১০। ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) স্বীয় গোঁফ কাটতেন এবং বলতেন যে, এর আগে তোমাদের পিতা ইবরাহীম (আ) স্বীয় গোঁফ কেটেছিলেন। 
(তিরমিযী)
তিনি বলেছেন, হাদীসটি হাসান গারীব।
(তিরমিযী)
তিনি বলেছেন, হাদীসটি হাসান গারীব।
كتاب الأدب
باب أخذ الشارب وإعفاء اللحية
عن ابن عباس قال كان رسول الله صلى الله عليه وسلم يقص شاربه وكان أبوكم ابراهيم من قبله يقص شاربه
 তাহকীক:তাহকীক চলমান
তাহকীক:তাহকীক চলমান