মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

আদব অধ্যায়

হাদীস নং:
পরিচ্ছেদ: গোঁফ খাট করা এবং দাড়ি লম্বা করা।
৯। যায়দ ইবন আরকাম (রা) সূত্রে নবী (ﷺ) এর থেকে বর্ণিত। তিনি বলেন, যে ব্যক্তি স্বীয় গোঁফ কাটবে না, সে আমাদের দলভূক্ত নয়।
(তিরমিযী, নাসাঈ)
তিরমিযী (র) ও হাফিয সুয়ূতী (র) হাদীসটিকে হাসান বলেছেন।
باب أخذ الشارب وإعفاء اللحية
عن زيد بن أرقم عن النبي صلى الله عليه وسلم قال من لم يأخذ من شارب فليس منا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৯ | মুসলিম বাংলা