মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

আদব অধ্যায়

হাদীস নং:
আদব অধ্যায়
পরিচ্ছেদ: খতনা
৮। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যখন আল্লাহর খলীল ইবরাহীম (আ) আশি বছর বয়সে উপনীত হন, তখন তিনি খতনা করেন। কুদাম নামক স্থানে নিজেই নিজের খাতনা করেছেন।
(বর্ণনাকারী বলেন,( قَدُوْمُ শব্দটির دَالٌ অক্ষর তাশদীদযুক্ত নয়। (বুখারী, মুসলিম ও অন্যান্য)
كتاب الأدب
باب الختان
عن أبى هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم اختتن ابراهيم خليل الرحمن بعد ما أتت عليه ثمانون سنة (2) واختتن بالقدوم مخففة
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৮ | মুসলিম বাংলা