মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

আদব অধ্যায়

হাদীস নং:
পরিচ্ছেদ: খতনা
৭। উসায়ম ইবন কুলায়ব (র) তার পিতা থেকে, তিনি তার দাদা থেকে বর্ণনা করেন যে, তিনি নবী (ﷺ) এর নিকট এসে বললেন, আমি ইসলাম গ্রহণ করেছি। এরপর রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তুমি তোমার (শরীর) হতে কুফুরের লোম পরিষ্কার কর। অর্থাৎ তিনি বললেন, মুণ্ডন কর। বর্ণনাকারী বলেন, তার সঙ্গে অন্য একজন আমাকে সংবাদ দিয়েছেন যে, নবীর একজনকে বলেছেন, তুমি (তোমার শরীর হতে) কুফুরীর লোম পরিষ্কার কর এবং খতনা কর।
(আবু দাউদ, তবারানী, বায়হাকী)
হাফিয (র) বলেছেন, হাদীসটির সনদে বর্ণনাকারী উসায়ম ও তার পিতা অজ্ঞাত।
باب الختان
عن عثيم بن كليب عن أبيه عن جده (4) أنه جاء إلى النبي صلى الله عليه وسلم فقال قد أسلمت فقال ألق عنك شعر الكفر، يقول أحلق، قال وأخبرني آخر معه أن النبي صلى الله عليه وسلم قال لآخر ألق عنك شعر الكفر واختتن
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৭ | মুসলিম বাংলা