মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
আদব অধ্যায়
হাদীস নং: ৫
ফিতরাত (নবীগণের সুন্নাত) প্রসঙ্গ
৫। আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদের জন্য গোঁফ কাটা, নখ কাটা, নাভির নীচের লোম পরিস্কার করার ব্যাপারের সময় নির্ধারণ করে দিয়েছেন। অর্থাৎ প্রত্যেক চল্লিশ দিনে একবার করা। (মুসলিম ও ইমাম চতুষ্টয়)
أبواب سُنن الفطرة
عن أنس بن مالك قال وقت لنا رسول الله صلى الله عليه وعلى آله وصحبه وسلم في قصا الشارب وتقليم الأظفار وحلق العانة في كل أربعين يوما مرة
