মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
আদব অধ্যায়
হাদীস নং: ৪
ফিতরাত (নবীগণের সুন্নাত) প্রসঙ্গ
৪। আম্মার ইবন ইয়াসির (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, নিশ্চয়ই কুলি করা, নাক পরিস্কার করা, গোঁফ কাটা, মিসওয়াক করা, নখ কাটা, আঙ্গুলের গিরাসমূহ ধৌত করা, বগলের লোম উপড়িয়ে ফেলা, নাভির নীচের লোম পরিস্কার করা, খতনা করা এবং (ওযু করার পর কুমন্ত্রণা দূর করার জন্য লজ্জাস্থানে) পানি ছিটানো ফিতরাতের অন্তর্ভুক্ত।
(আবূ দাউদ, ইবন মাজাহ)
মুনযিরী (র) বলেছেন, হাদীসটি মুরসাল।
(আবূ দাউদ, ইবন মাজাহ)
মুনযিরী (র) বলেছেন, হাদীসটি মুরসাল।
أبواب سُنن الفطرة
عن عمار بن ياسرأن رسول الله صلى الله عليه وسلم قال إن من الفطرة أو الفطرة المضمضة والاستنشاق وقص الشارب والسواك وتقليم الأظافر وغسل البراجم (6) ونتف الإبط والاستحداد والاختتان والانتضاح
