মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

আদব অধ্যায়

হাদীস নং:
আদব অধ্যায়
ফিতরাত (নবীগণের সুন্নাত) প্রসঙ্গ
৩। ইবন উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, নাভির নীচের লোম মুন্ডন করা, নখ কাটা, গোঁফ কাটা ফিতরাতের অন্তর্ভুক্ত। বর্ণনাকারী ইসহাক একবার قَصُّ الشَّارِبِ (বহুবচনযোগে) বলেছেন।
(বুখারী)
كتاب الأدب
أبواب سُنن الفطرة
عن ابن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم من الفطرة حلق العانة وتقليم الأظافر وقص الشارب وقال إسحاق (4) مرة وقص الشوارب
tahqiqতাহকীক:তাহকীক চলমান