মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
আদব অধ্যায়
হাদীস নং: ২
আদব অধ্যায়
ফিতরাত (নবীগণের সুন্নাত) প্রসঙ্গ
২। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন পাঁচটি বিষয় ফিতরাত। গোঁফ কাটা, নখ কাটা, বগলের লোম উপড়িয়ে ফেলা, নাভির নীচের লোম পরিস্কার করা এবং খতনা করা। 
(বুখারী, মুসলিম ও ইমাম চতুষ্টয়)
(বুখারী, মুসলিম ও ইমাম চতুষ্টয়)
كتاب الأدب
أبواب سُنن الفطرة
عن أبى هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم خمس من الفطرة (14) قص الشارب وتقليم الأظافر ونتف الإبط والاستحداد (1) والختان