মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
হাদীস নং: ১৯৬
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
খ্যাতি অর্জনের উদ্দেশ্যে এবং টাখনুর নীচে ঝুলিয়ে পরা নিষিদ্ধ এবং এরূপ কাজের প্রতি কঠোরবাণী।
১৯৬। আতা ইবন ইয়াসার (র) সূত্রে রাসূলুল্লাহ (ﷺ)-এর জনৈক সাহাবী থেকে বর্ণিত। তিনি বলেন, এক সময় জনৈক ব্যক্তি স্বীয় ইযার (টাখনুর নীচে) ঝুলিয়ে সালাত আদায় করছিল। সে সময় নবী (ﷺ) তাকে বললেন, যাও, ওযু কর। বর্ণনাকারী বলেন, সে চলে গেল এবং ওযু করল। তারপর সে আবার আসলে রাসূলুল্লাহ (ﷺ) তাকে বললেন, যাও, ওযু কর। বর্ণনাকারী বলেন, সে চলে গেল এবং ওযু করল। তারপর সে আবার আসলে লোকেরা বলল, ইয়া রাসূলাল্লাহ। আপনার কী হল যে, আপনি তাকে ওযু করার নির্দেশ দিলেন, তাকে আর কিছু বললেন না? তিনি বললেন, এই ব্যক্তি স্বীয় ইযার (টাখনুর নীচে) ঝুলিয়ে সালাত আদায় করছিল। আর আল্লাহ সে বান্দার সালাত কবুল করেন না, যে স্বীয় ইযার (টাখনুর নীচে) ঝুলিয়ে রাখে।
(হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি। এর সনদ সহীহ।)
(হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি। এর সনদ সহীহ।)
كتاب اللباس والزنية
باب النهى عن الشهرة والإسبال ووعيد من فعل ذلك
196- عن عطاء بن يسار عن بعض أصحاب النبى صلى الله عليه وسلم قال بينما رجل يصلى وهو مسبل ازاره إذ قال له النبى صلى الله عليه وسلم اذهب فتوضأ، قال فذهب فتوضأ ثم جاء فقال له رسول الله صلى الله عليه وسلم اذهب فتوضأ، قال فذهب فتوضأ ثم جاء فقالوا يا رسول الله مالك أمرته ان يتوضأ ثم سكت عنه؟ قال انه كان يصلى وهو مسبل ازاره إن الله لا يقبل صلاة عبد مسبل ازاره
বর্ণনাকারী: