মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা

হাদীস নং: ১৯২
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
খ্যাতি অর্জনের উদ্দেশ্যে এবং টাখনুর নীচে ঝুলিয়ে পরা নিষিদ্ধ এবং এরূপ কাজের প্রতি কঠোরবাণী।
১৯২। আবূ সা'ঈদ (রা) সূত্রে নবী (ﷺ) থেকে অনুরূপ বর্ণনা রয়েছে।
(হাদীসটি হায়ছামী (র) বর্ণনা করে বলেছেন, হাদীসটি আহমাদ ও বাযযার একাধিক সূত্রে বর্ণনা করেছেন, বাযযার-এর এক সূত্রের বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب اللباس والزنية
باب النهى عن الشهرة والإسبال ووعيد من فعل ذلك
192- عن أبى سعيد عن النبى صلى الله عليه وسلم مثله
tahqiqতাহকীক:তাহকীক চলমান