মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা

হাদীস নং: ১৯১
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
খ্যাতি অর্জনের উদ্দেশ্যে এবং টাখনুর নীচে ঝুলিয়ে পরা নিষিদ্ধ এবং এরূপ কাজের প্রতি কঠোরবাণী।
১৯১। হাসান (র) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আবু হুরায়রা (রা) তাঁর শিষ্যদের সামনে হাদীস বর্ণনা করছিলেন। সে সময় এক ব্যক্তি মজলিস হতে উঠে আবূ হুরায়রা (রা)-এর দিকে এগিয়ে গেল। তার গায়ে এক বিশেষ পোশাক ছিল। সে এটা নিয়ে গর্ব করতে করতে আবূ হুরায়রা (রা) পর্যন্ত গেল। সে বলল, হে আবূ হুরায়রা। আমার এই পোশাক সম্বন্ধে কি আপনার বিশেষ কোন ফতওয়া আছে? তখন তিনি তার দিকে মাথা উচিয়ে তাকালেন এবং বললেন, আমার বন্ধু পরম সত্যবাদী আবুল কাসিম (ﷺ) বলেছেন, অতীতকালে জনৈক ব্যক্তি দু'টি জামা পরে অহংকার প্রকাশ করছিল। তখন আল্লাহ মাটিকে নির্দেশ দিলে মাটি তাকে গিলে ফেলল। আল্লাহর শপথ! যার হাতে আমার আত্মা! নিশ্চয় সে কিয়ামত পর্যন্ত মাটিতে ধসতে থাকবে।
(হায়ছামী (র) হাদীসটি বর্ণনা করে বলেছেন যে, এটা আহমাদ, বাযযার একাধিক সূত্রে বর্ণনা করেছেন। বাযযারের একটি সূত্রের বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب اللباس والزنية
باب النهى عن الشهرة والإسبال ووعيد من فعل ذلك
191- عن الحسن قال بينما ابو هريرة يحدث أصحابه اذ أقبل رجل الى أبى هريرة وهو فى المجلس فاقبل وعليه حلة له فجعل يميس فيها حتى قام على أبى هريرة، فقال يا أبا هريرة هل عندك فى حلتى هذه من فتيا: فرفع رأسه اليه وقال حدثنى الصادق المصدوق خليلى أبو القاسم صلى الله عليه وسلم قال بينما رجل ممن كان قبلكم يتبختر بين بردين فغضب الله عليه فأمر الأرض فبلعته، ذو الذى نفسى بيده انه ليتجلجل الى يوم القيامة، اذهب أيها الرجل الى يوم القيامة
tahqiqতাহকীক:তাহকীক চলমান