মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
হাদীস নং: ১২৯
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
স্বর্ণ ও রেশম মহিলাদের জন্য ব্যবহার করা বৈধ। পুরুষদের জন্য নয়।
১২৯। হুবায়রা সূত্রে আলী (রা) থেকে বর্ণিত যে, একদা নবী (ﷺ) -কে রেশমের একটি চাদর হাদিয়া দেওয়া হয়। তিনি সেটা আমাকে দিয়ে দেন। আলী (রা) বলেন, তারপর আমি সেটা পরে বের হলে নবী (ﷺ) বললেন, আমি নিজের জন্য যা অপছন্দ করি, তা তোমার জন্য পছন্দ করি না। আলী (রা) বলেন, এরপর তিনি আমাকে নির্দেশ দিলে সেটাকে খণ্ড করে উড়না বানিয়ে মহিলাদের মধ্যে বণ্টন করে দেই। অর্থাৎ ফাতিমা এবং তার ফুফুকে দিয়ে দিলাম।
(বুখারী, মুসলিম, আবু দাউদ, ইবন মাজাহ ও অন্যান্য)
(বুখারী, মুসলিম, আবু দাউদ, ইবন মাজাহ ও অন্যান্য)
كتاب اللباس والزنية
باب الرخصة في جوازهما للنساء دون الرجال
129- عن هبيرى عن على رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم أهديت له حلة من حرير فكسانيها قال على رضي الله عنه فخرجت فيها فقال النبي صلى الله عليه وسلم لست أرضي لك ما أكره لنفسي، قال فأمرني فشققتها بين نسائي خمرا بين فاطمة وعمته