মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
হাদীস নং: ১২৮
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
স্বর্ণ ও রেশম মহিলাদের জন্য ব্যবহার করা বৈধ। পুরুষদের জন্য নয়।
১২৮। আলী (রা) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) -কে রেশমযুক্ত একটি চাদর হাদিয়া দেওয়া হল। তিনি সেটাকে আমার নিকট পাঠিয়ে দিলেন। আমি সেটা (পরিধান করে) নিয়ে তাঁর নিকট আসলাম। তখন আমি রাসূলুল্লাহ (ﷺ) -এর চেহারায় ক্রোধ লক্ষ্য করলাম। আলী (রা) বলেন, তারপর আমি এটা আমার মহিলাদের মধ্যে বণ্টন করে দেই।
দ্বিতীয় সূত্রে তার থেকে বর্ণিত। তিনি বলেন, একদা নবী (ﷺ) -এর নিকট রেশমী চাদর আনা হলে তিনি সেটা আমার নিকট পাঠিয়ে দেন। আমি তা পরলাম। তখন আমি তার চেহারায় এর প্রতি ঘৃণা লক্ষ্য করলাম। তারপর তিনি আমাকে নির্দেশ দিলে সেটাকে উড়না বানিয়ে মহিলাদের মধ্যে বণ্টন করে দেই।
(বুখারী, মুসলিম, আবূ দাউদ, নাসাঈ, তায়ালিসী)
দ্বিতীয় সূত্রে তার থেকে বর্ণিত। তিনি বলেন, একদা নবী (ﷺ) -এর নিকট রেশমী চাদর আনা হলে তিনি সেটা আমার নিকট পাঠিয়ে দেন। আমি তা পরলাম। তখন আমি তার চেহারায় এর প্রতি ঘৃণা লক্ষ্য করলাম। তারপর তিনি আমাকে নির্দেশ দিলে সেটাকে উড়না বানিয়ে মহিলাদের মধ্যে বণ্টন করে দেই।
(বুখারী, মুসলিম, আবূ দাউদ, নাসাঈ, তায়ালিসী)
كتاب اللباس والزنية
باب الرخصة في جوازهما للنساء دون الرجال
128- عن على رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم أهديت له حلة سيراء فأرسل بها إلى فرحت بها فعرفت في وجه رسول الله صلى الله عليه وسلم اغضب قال فقسمتها بين نسائي وعنه عن طريق ثان قال أتى النبي صلى الله عليه وسلم بحلة حرير فبعث بها إلى فلبستها فرأيت الكراهية في وجهه فأمرني فأطرتها خمرا بين النساء