মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা

হাদীস নং: ৭২
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
তামা ও লোহার আংটি ব্যবহার করা মাকরূহ, রূপার আংটি ব্যবহার করা মুস্তাহাব।
৭২। আবদুল্লাহ ইবন বুরায়দা (র) সূত্রে তার পিতা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এক ব্যক্তির হাতে একটি স্বর্ণের আংটি দেখে বললেন, তোমার কী হল? কেন তুমি জান্নাতীদের অলংকার পরেছ? বর্ণনাকারী বলেন, এরপর সে লোক তাম্র নির্মিত একটি আংটি পরে আসলে তিনি বললেন, আমি তোমার নিকট হতে প্রতিমাপূজারীদের গন্ধ পাচ্ছি। সে বলল, ইয়া রাসূলাল্লাহ। তবে কিসের তৈরী আংটি ব্যবহার করবো? তিনি বললেন, রূপার তৈরী।
(আবু দাউদ, নাসাঈ, তিরমিযী)
তিরমিযী (র) বলেছেন, হাদীস গারীব।)
كتاب اللباس والزنية
باب ما جاء في كراهة خاتم الصفر والحديد واستحباب خاتم الفضة
72- عن عبد الله بن بريدة عن أبيه قال رأى رسول الله صلى الله عليه وسلم في يد رجل خاتما من ذهب فقال مالك ولحلى أهل الجنة قال فجاء وقد لبس خاتما من صفر فقال أجد منك ريح أهل الأصنام، قال فمم اتخذه يا رسول الله؟ قال من فضة
tahqiqতাহকীক:তাহকীক চলমান