মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
হাদীস নং: ৭১
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
স্বর্ণের আংটি এবং এ জাতীয় অলংকারসমূহের বিধান
(স্বর্ণের আংটি প্রসঙ্গ।)
(স্বর্ণের আংটি প্রসঙ্গ।)
৭১। আলকামা (র) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা হযরত আবদুল্লাহ ইবন মাসউদ (রা)-এর নিকট বসা ছিলাম। সে সময় আমাদের সঙ্গে আবদুল্লাহ ইবন হুদায়র (র)-ও উপস্থিত ছিলেন। তারপর আমাদের নিকট হযরত খাব্বাব (রা) উপস্থিত হয়ে বললেন, হে আবূ আবদির রহমান! আপনি যেরূপ কুরআন পাঠ করেন, সেরূপ কি তারাও পাঠ করে? তখন আবদুল্লাহ ইবন মাসউদ (রা) বললেন, হ্যাঁ। বর্ণনাকারী বলেন, তখন তিনি আমাকে বললেন, তুমি পড়। আপনি তাকে পড়তে বলেছেন, অথচ সে আমাদের মধ্যে বড় ক্বারী নয়? তিনি বললেন, আল্লাহর শপথ! যদি তুমি চাও, তবে রাসূলুল্লাহ (ﷺ) তোমার সম্প্রদায় এবং তার সম্প্রদায় সম্বন্ধে কী বলেছেন, সে সম্বন্ধে অবশ্যই তোমাকে সংবাদ দিব। বর্ণনাকারী বলেন, তারপর আমি সূরা মারয়াম হতে পঞ্চাশটি আয়াত পড়লাম। খাব্বাব (রা) বললেন, সুন্দর পড়েছ। আবদুল্লাহ (রা) বললেন, আমি যা কিছু পড়ি, সেও এগুলো পড়ে। এরপর আবদুল্লাহ (রা) খাব্বাব (রা)-কে বললেন, এই আংটি ছুঁড়ে ফেলার সময় কি এখনো হয় নি? তিনি বললেন, শুনুন। আজকের পর আমার হাতে এটা আর দেখবেন না। (বর্ণনাকারী বলেন,) আংটিটি স্বর্ণের তৈরী ছিল।
(বুখারী)
(বুখারী)
كتاب اللباس والزنية
أبواب ما جاء في خاتم الذهب وما في معناه من أنواع الحلي- باب ما جاء في خاتم الذهب
71- عن علقمة قال كنا جلوسا يوما عند عبد الله ومعنازيد بن حدير فدخل علينا خباب فقال يا أبا عبد الرحمن كل هؤلاء يقرأ كما تقرأ؟ فقال إن شئت أمرت بعضهم فقرأ عليك، قال أجل، فقال لي اقرأ فقال ابن حدير تأمره يقرأ وليس بأقرئنا؟ فقال أما والله إن شئت لأخبرتك ما قال رسول الله صلى الله عليه وسلم لقومك وقومه قال فقرأت خمسين آية من مريم، فقال خباب أحسنت، فقال عبد الله ما أقرء شيئا إلا هو قرأه ثم قال عبد الله لخباب أما آن الخاتم أن يلقى؟ قال أما لا تراه على بعد اليوم والخاتم ذهب
বর্ণনাকারী: