মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা

হাদীস নং: ৬৬
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
স্বর্ণের আংটি এবং এ জাতীয় অলংকারসমূহের বিধান
(স্বর্ণের আংটি প্রসঙ্গ।)
৬৬। ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) একটি রূপার আংটি তৈরী করে পরিধান করলেন। তারপর বললেন, এটা আজ আমাকে তোমাদের হতে অন্যমনস্ক রেখেছে। আমি কখনো আংটির দিকে তাকিয়েছি আর কখনো তোমাদের দিকে তাকিয়েছি। তারপর তিনি সেটা ছুঁড়ে ফেলে দিলেন।
(হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি। এর সনদ সহীহ এবং বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب اللباس والزنية
أبواب ما جاء في خاتم الذهب وما في معناه من أنواع الحلي- باب ما جاء في خاتم الذهب
66- عن ابن عباس أن النبي صلى الله عليه وسلم اتخذ خاتما فلبسه ثم قال شغلني هذا عنكم منذ اليوم، إليه نظرة وإليكم نظرة، ثم رمى به