মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
হাদীস নং: ৬৫
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
স্বর্ণের আংটি এবং এ জাতীয় অলংকারসমূহের বিধান
(স্বর্ণের আংটি প্রসঙ্গ।)
(স্বর্ণের আংটি প্রসঙ্গ।)
৬৫। আলী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাকে স্বর্ণের আংটি ও লাল বর্ণের পোষাক পরতে এবং রুকু' ও সাজদা অবস্থায় তিলাওয়াত করতে নিষেধ করেছেন।
(হাদীসটি 'লাল বর্ণের পোষাক পরা অনুচ্ছেদে বর্ণিত হয়েছে।)
(হাদীসটি 'লাল বর্ণের পোষাক পরা অনুচ্ছেদে বর্ণিত হয়েছে।)
كتاب اللباس والزنية
أبواب ما جاء في خاتم الذهب وما في معناه من أنواع الحلي- باب ما جاء في خاتم الذهب
65- عن علي رضي الله عنه قال نهاني رسول الله صلى الله عليه وسلم عن خاتم الذهب وعن لبس الحمرة وعن القراءة في الركوع والسجود