মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা

হাদীস নং: ৫২
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
সোনা, রূপা, রেশম এবং বৈধ ও অবৈধ ব্যবহার্য সামগ্রী প্রসঙ্গ
নিষিদ্ধ বস্তুসমূহ সংক্রান্ত বিস্তারিত হাদীস।
৫২। মালিক ইবন উমায়ের (র) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমি আলী (রা)-এর নিকট বসা ছিলাম। তিনি বলেন, সে সময় সা'সা'আ ইবন সুহান এসে সালাম দিলেন। তারপর তিনি উঠে বললেন, হে আমীরুল মু'মিনীন! রাসূলুল্লাহ (ﷺ) আপনাকে যেসব বস্তু হতে নিষেধ করেছেন, আমাদেরকেও সেসব বস্তু হতে নিষেধ করুন। তখন আলী (রা) বললেন, তিনি আমাদেরকে কদুর খোলস, মটকা, আলকাতরাযুক্ত পাত্র এবং খেজুর গাছের গোড়া হতে তৈরী পাত্র হতে নিষেধ করেছেন এবং তিনি আরো নিষেধ করেছেন কাসসী (এক প্রকার রেশমের বস্ত্র), গাঢ় লালবর্ণের পোশাক, রেশম ও স্বর্ণের আংটি হতে। এরপর (ﷺ) রাসূলুল্লাহ আমাকে রেশমের পোশাক পরিয়ে দিলেন। আমি সেটা পরিহিত অবস্থায় বের হই; যেন লোকেরা আমার গায়ে রাসূলুল্লাহ (ﷺ) প্রদত্ত পোশাক দেখতে পায়। তিনি বলেন, তারপর রাসূলুল্লাহ (ﷺ) আমাকে দেখে তা খুলে ফেলার নির্দেশ দিলেন। তারপর তিনি কাপড়দ্বয়ের একটি ফাতিমা (রা)-এর নিকট পাঠিয়ে দেন আর অপরটি তার সহধর্মিণীগণের মধ্যে বণ্টন করে দেন।
(মুসলিম, আবূ দাউদ, নাসাঈ ভিন্ন ভিন্ন শব্দে হাদীসটি বর্ণনা করেছেন। তবে সবগুলো সমর্থক।)
كتاب اللباس والزنية
(أبواب ما جاء في الذهب والفضة والحرير وما يجوز استعماله منهما وما لا يجوز) (باب أحاديث جامعة لأمور من ذلك منهي عنها)
52- عن مالك بن عمير قال كنت قاعدا عند علي قال فجاء صعصعة بن صوحان فسلم ثم قال فقال يا أمير المؤمنين انهنا عما نهاك رسول الله صلى الله عليه وسل، فقال نهانا عن الدباء والختم والمزفت والنقير ونهانا عن القسي والميثرة والحمراء وعن الحرير والحلق الذهب ثم كساني رسول الله صلى الله عليه وسلم حلة من حرير فخرجت فيها ليرى الناس على كسوة رسول الله صلى الله عليه وسلم قال فرآني رسول الله صلى الله عليه وسلم فأمرني بنزعهما فأرسل بأحداهما إلى فاطمة وشق الأخرى بين نسائه
tahqiqতাহকীক:তাহকীক চলমান