মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা

হাদীস নং: ৫১
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
সোনা, রূপা, রেশম এবং বৈধ ও অবৈধ ব্যবহার্য সামগ্রী প্রসঙ্গ
নিষিদ্ধ বস্তুসমূহ সংক্রান্ত বিস্তারিত হাদীস।
৫১। আমার কাছে বর্ণনা করেছেন ইয়াযীদ (র)। তিনি বলেন, আমার কাছে হিশাম (র) মুহাম্মদ (র) থেকে, তিনি উবায়দা (র) থেকে এবং তিনি আলী (রা) থেকে বর্ণনা করেছেন যে, আলী (রা) বলেছেন, রাসুলুল্লাহ (ﷺ) গাঢ় লালবর্ণের গদি ব্যবহার করতে এবং রেশমী বস্ত্র ও স্বর্ণের আংটি পরতে নিষেধ করেছেন। বর্ণনাকারী মুহাম্মাদ (র) বলেন, আমি এই হাদীস আমার ভাই মুহাম্মাদ ইবন সীরীন (র)-এর নিকট ব্যক্ত করলে তিনি বললেন, তুমি কি এটা শুনতে পাও নি, হ্যাঁ, এবং রেশমের ডোরা হতে নিষেধ করেছেন?
(হাদীসটির সূত্র বিশুদ্ধ। মুসলিম আলী (রা) থেকে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন।)
كتاب اللباس والزنية
(أبواب ما جاء في الذهب والفضة والحرير وما يجوز استعماله منهما وما لا يجوز) (باب أحاديث جامعة لأمور من ذلك منهي عنها)
51- حدثنا يزيد أنبأنا هشام عن محمد عن عبيدة عن علي رضي الله عنه قال نهى عن مياثر الأرجوان ولبس القسي وخاتم الذهب قال محمد فذكرت ذلك لأخي يحيى بن سيرين فقال أو لم تسمع هذا؟ نعم وكفاف الديباج
tahqiqতাহকীক:তাহকীক চলমান