মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা

হাদীস নং: ৩৪
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
কাল, সবুজ ও যাফরানী বর্ণের এবং রঙ্গীন কাপড় পরার বিধান।
৩৪। যায়দ ইবন আসলাম (র) তার পিতা থেকে, তিনি ইবন উমর (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি তার কাপড় যাফরানী রংয়ে রঞ্জিত করতেন এবং (দাড়িতে) যাফরানের তৈল মালিশ করতেন। তাকে বলা হল, কেন আপনি আপনার কাপড়কে যাফরান দ্বারা রঞ্জিত করেন এবং (দাড়িতে) যাফরানের তৈল মালিশ করেন? তিনি বললেন, কেননা, আমি রাসূলুল্লাহ (ﷺ) -কে দেখেছি যে, তিনি এই রংকে বেশি পছন্দ করতেন। তিনি এর তৈল মালিশ করতেন এবং এর দ্বারা তার কাপড় রঞ্জিত করতেন।
(আবু দাউদ, নাসাঈ)
كتاب اللباس والزنية
باب ما جاء في الأسود والأخضر والمزعفر والملونات
34- عن زيد بن أسلم عن أبيه عن ابن عمر أنه كان يصبغ ثيابه ويدهن بالزعفران فقيل له لم تصبغ ثيابك وتدهن بالزعفران؟ قال لأني رأيته أحب الأصباغ إلى رسول الله صلى الله عليه وسلم يدهن به ويصبغ به ثيابه
tahqiqতাহকীক:তাহকীক চলমান