মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা

হাদীস নং: ৩১
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
কাল, সবুজ ও যাফরানী বর্ণের এবং রঙ্গীন কাপড় পরার বিধান।
৩১। আবু রিমসা তায়মী (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আমার পিতার সঙ্গে নবী (ﷺ) -এর নিকট উপস্থিত হলাম। আমরা তাঁকে কা'বা শরীফের আঙ্গিনায় উপবিষ্ট পেলাম। সে সময় তার গায়ে দু'টি সবুজ বর্ণের চাদর ছিল।
(আবূ দাউদ, তিরমিযী)
তিরমিযী (র) বলেছেন, হাদীসটি হাসান গারীব।)
كتاب اللباس والزنية
باب ما جاء في الأسود والأخضر والمزعفر والملونات
31- وعن أبي رمشة التيمي قال كنت مع أبي فأتيت النبي صلى الله عليه وسلم فوجدناه جالسا في ظل الكعبة وعليه بردان أخطران
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৩১ | মুসলিম বাংলা