মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা

হাদীস নং: ৩০
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
কাল, সবুজ ও যাফরানী বর্ণের এবং রঙ্গীন কাপড় পরার বিধান।
৩০। মুতাররিফ (র) সূত্রে আয়েশা (রা) থেকে বর্ণিত যে, তিনি নবী (ﷺ)-এর জন্য পশম দ্বারা একটি কালো বর্ণের চাদর তৈরী করেন। (আয়েশা (রা) বলেন,) তখন তিনি চাদর কালবর্ণের এবং তাঁর রং সাদাবর্ণের হওয়ার বিষয়টি উল্লেখ করলেন। পরে তিনি তা পরলেন। তারপর তিনি ঘর্মাক্ত হলে পশমের গন্ধ অনুভব করলেন। এ জন্য সেটাকে ছুঁড়ে মারলেন। (বর্ণনাকারী বলেন,) তিনি সু-ঘ্রাণ পছন্দ করতেন।
(আবু দাউদ, নাসাঈ)
আবু দাউদ (র) এবং মুনযিরী (র) হাদীসটি সম্বন্ধে কোন মন্তব্য করেন নি।)
كتاب اللباس والزنية
باب ما جاء في الأسود والأخضر والمزعفر والملونات
30- عن مطرف عن عائشة رضي الله عنها أنها جعلت للنبي صلى الله عليه وسلم بردة سوداء من صوف فذكر سوادها وبياضه فلبسها فلما عرق وجد ريح الصوف قذفها وكان يحب الريح الطيبة
tahqiqতাহকীক:তাহকীক চলমান
rabi
বর্ণনাকারী:
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৩০ | মুসলিম বাংলা