মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা

হাদীস নং: ২৮
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
নতুন কাপড় পরলে কী বলবে
২৮। আবু মাতার (র) থেকেই বর্ণিত যে, তিনি আলী (রা)-কে দেখলেন যে, তিনি এক অল্পবয়সের বালকের নিকট আসলেন এবং তার নিকট হতে তিন দিরহামের বিনিময়ে একটি জামা নিলেন। তারপর তা পরিধান করলেন। সেটা দুই হাতের কজি হতে পায়ের টাখনু পর্যন্ত লম্বা ছিল। তিনি পরিধান করার সময় বলছিলেন,
الْحَمْدُ لِلَّهِ الَّذِي رَزَقَنِي مِنَ الرِّيَاشِ مَا أَتَجَمَّلُ بِهِ فِي النَّاسِ، وَأُوَارِي بِهِ عَوْرَتِي
(অর্থ: সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাকে এমন পোষাক দান করেছেন যা দ্বারা আমি লোক-সমাজে সৌন্দর্য প্রকাশ করতে পারি এবং আমি আমার সতর ঢেকে রাখতে পারি।)
এরপর তাঁকে বলা হল, এটা আপনি নিজের পক্ষ হতে বলেছেন, নাকি নবী (ﷺ) হতে বর্ণনা করেছেন। তিনি বললেন, এটা আমি রাসূল (ﷺ) -এর নিকট হতে শুনেছি। তিনি পোষাক পরিধান করাকালে বলেছিলেন,
الْحَمْدُ لِلَّهِ الَّذِي رَزَقَنِي مِنَ الرِّيَاشِ مَا أَتَجَمَّلُ بِهِ فِي النَّاسِ، وَأُوَارِي بِهِ عَوْرَتِي
(অর্থ: সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাকে এমন পোষাক দান করেছেন যা দ্বারা আমি লোক-সমাজে সৌন্দর্য প্রকাশ করতে পারি এবং আমি আমার সতর ঢেকে রাখতে পারি।)
(হাদীসটি হায়ছামী (র) বর্ণনা করে বলেছেন, এটা আহমাদ ও আবু ইয়া'লা বর্ণনা করেছেন। এর সনদে বর্ণনাকারী মুখতার ইবন নাফি' দূর্বল।)
كتاب اللباس والزنية
باب ما يقول من استجد ثوبا
28- وعن أبي مطر أيضا أنه رأى عليا رضي الله عنه أتى غلاما حدثا فاشترى منه قميصا بثلاثة دراهم ولبسه إلى ما بين الرسغين إلى الكعبين يقول ولبسه الحمد لله الذي رزقني من الرياش ما أتجمل به في الناس وأواري به عورتي، فقيل هذا شيء تروية عن نفسك أو عن نبي الله صلى الله عليه وسلم؟ قال هذا سمعته من رسول الله صلى الله عليه وسلم يقول عند الكسوة الحمد لله الذي رزقني من الرياش ما أتجمل به في الناس وأواري به عورتي صلى الله عليه وسلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান