মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা

হাদীস নং: ২৭
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
নতুন কাপড় পরলে কী বলবে
২৭। আবু মাতার বসরী (র) থেকে বর্ণিত। তিনি আলী (রা)-এর সাক্ষাত পেয়েছিলেন। তিনি বলেন যে, আলী (রা) তিন দিরহামের বিনিময়ে একটি কাপড় খরিদ করলেন। এরপর যখন তিনি তা পরিধান করেন তখন বললেন,
الْحَمْدُ لِلَّهِ الَّذِي رَزَقَنِي مِنَ الرِّيَاشِ مَا أَتَجَمَّلُ بِهِ فِي النَّاسِ، وَأُوَارِي بِهِ عَوْرَتِي
(অর্থ: সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাকে এমন পোষাক দান করেছেন যা দ্বারা আমি লোক-সমাজে সৌন্দর্য প্রকাশ করতে পারি এবং আমি আমার সতর ঢেকে রাখতে পারি।)
এরপর তিনি বললেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) -কে এরূপ বলতে শুনেছি।
(হাদীসটি আবদুল্লাহ ইবন ইমাম আহমাদ বর্ণনা করেছেন। এর সনদে বর্ণনাকারী মুখতার ইবন নাফি' সম্বন্ধে বুখারী (র), মুসলিম (র), নাসাঈ (র) ও আবু হাতিম (র) বলেছেন, তার হাদীস পরিতাজ্য। আর বর্ণনাকারী আবু মাতার জুহানী বাসরী সম্বন্ধে আবূ হাতিম (র) বলেছেন, তিনি অজ্ঞাত।)
كتاب اللباس والزنية
باب ما يقول من استجد ثوبا
27- عن أبي مطر البصري وكان قد أدرك عليا رضي الله عنه أن عليا اشترى ثوبا بثلاثة درهم فلما لبسه قال الحمد لله الذي رزقني من الرياش ما أتجمل به في الناس وأواري به عورتي ثم قال هكذا سمعت رسول الله صلى الله عليه وسلم يقول
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ২৭ | মুসলিম বাংলা