মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা

হাদীস নং: ২০
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
জুতা পরিধান এবং এ সংক্রান্ত আদাব।
২০। ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) পায়ে এক মোজা বা এক জুতা পরে চলতে নিষেধ করেছেন।
(হাদীসটি হায়ছামী (র) বর্ণনা করে বলেছেন, ইহা তাবারানী এবং আবদুল্লাহ ইবন আহমাদ বর্ণনা করেছেন। আহমাদ (র)-এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب اللباس والزنية
باب ما جاء في النعال ولبسها وآداب تتعلق بذلك
20- عن ابن عباس أن النبي صلى الله عليه وسلم نهى أن يمشي في خف واحدة أو نعل واحدة