মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা

হাদীস নং: ১৯
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
জুতা পরিধান এবং এ সংক্রান্ত আদাব।
১৯। তাঁরই সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) -কে বলতে শুনেছি, যখন কুকুর তোমাদের কারো পাত্র চাটে, তখন সে যেন তা সাতবার ধৌত করে। আর যখন তোমাদের কারো জুতার ফিতা ছিড়ে যায়, তখন সে যেন তার অপর জুতা পরে না হাটে; যাবত না সে ঐ জুতার ফিতা ঠিক করে নেয়।
(হাদীসটির সূত্র বিশুদ্ধ। ইহার বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য। হাদীসটি শেষাংশ মুসলিম বর্ণনা করেছেন।)
كتاب اللباس والزنية
باب ما جاء في النعال ولبسها وآداب تتعلق بذلك
19- وعنه أيضا قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إذا ولغ الكلب في إناء أحدكم فليغسله سبع مرات وإذا انقطع شسع أحدكم فلا يمش في نعله الأخرى حتى يصلحها
tahqiqতাহকীক:তাহকীক চলমান