মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
হাদীস নং: ১৬
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
জুতা পরিধান এবং এ সংক্রান্ত আদাব।
১৬। আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) -এর জুতা দুই ফিতাবিশিষ্ট ছিল।
(বুখারী ও ইমামচতুষ্ঠয়)
(বুখারী ও ইমামচতুষ্ঠয়)
كتاب اللباس والزنية
باب ما جاء في النعال ولبسها وآداب تتعلق بذلك
16- عن أنس بن مالك قال كانت نعال رسول الله صلى الله عليه وسلم قبالان