মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
হাদীস নং: ১২
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
ইযার, কামিস এবং এ সংক্রান্ত আদাব
১২। জাবির ইবন আবদিল্লাহ (রা) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেন, তোমরা কেবল এক কাপড়ে সমস্ত দেহ পেঁচিয়ে রেখো না। তোমাদের কেউ যেন তার বাম হাতে না খায়, এক জুতা পরে যেন না হাটে এবং এক কাপড় দ্বারা এমনভাবে গুটি মেরে না বসে যে, তার লজ্জাস্থান অনাবৃত থাকে। 
(হাদীসটি সালাত অধ্যায়ে বর্ণিত হয়েছে।)
(হাদীসটি সালাত অধ্যায়ে বর্ণিত হয়েছে।)
كتاب اللباس والزنية
باب ما جاء في الإزار والقميص وآداب تتعلق بذلك
12- عن ابر بن عبد الله أن النبي صلى الله عليه وسلم قال لا ترتدوا الصماء في ثوب واحد ولا يأكل أحدكم بشماله ولا يمش في نعل واحد ولا يحتب في ثوب واحد