মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা

হাদীস নং: ১১
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
ইযার, কামিস এবং এ সংক্রান্ত আদাব
১১। তাঁরই সূত্রে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) দুই ধরনের কাপড় পরিধান-পদ্ধতি হতে নিষেধ করেছেন। (এক) এক কাপড়ে সমস্ত দেহ পেঁচিয়ে রাখা। (দুই) একই কাপড়ে পেট ও পিঠ এমনভাবে আবৃত যে, ঐ কাপড়ের কিছু অংশও লজ্জাস্থানের ওপর থাকে না।
(হাদীসটি সালাত অধ্যায়ে বর্ণিত হয়েছে।)
كتاب اللباس والزنية
باب ما جاء في الإزار والقميص وآداب تتعلق بذلك
11- وعنه أيضا أن رسول الله صلى الله عليه وسلم نهى عن لبستين الصماء وأن يحتبي الرجل بثوبه ليس على فرجه منه شي،
tahqiqতাহকীক:তাহকীক চলমান