হাদীসে কুদসী

কিতাবের হাদীস সমূহ

হাদীস নং: ৪৪
কিতাবের হাদীস সমূহ
৪৪। হযরত 'আব্বাস ইবন্ মিরদাস সুলামী (রাযি.) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (ﷺ) 'আরাফাতে সন্ধ্যাকালে তাঁর উম্মতের জন্য দীর্ঘক্ষণ মাগফিরাত ও রহমতের দু'আ করেন। তখন আল্লাহ্ তা'আলা তার উত্তরে বলেন, আপনার উম্মতের যারা একে অন্যের উপর যুলুম করে তারা ব্যতিত আমি অন্য সকলকে ক্ষমা করে দিয়েছি। তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, হে আমার রব, আপনি তো যালিমকে ক্ষমা করার ক্ষমতা রাখেন এবং মযলুমকে তার যুলুমের বদলায় উত্তম প্রতিদান দিতে পারেন। সে সন্ধ্যায় তিনি এই দুআই করতে থাকেন।
পরের দিন ভোর বেলা পুনরায় মুজদালেফায় তিনি তাঁর উম্মতের জন্য দু'আ করে মুচকি হাসি হাসলেন। তখন কোন কোন সাহাবী জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল (ﷺ), আমার পিতামাতা আপনার জন্য কুরবান হোক। আপনি তো আজ এমন সময় হাসলেন সাধারণত যখন হাসেন না। আজ কোন জিনিস আপনাকে হাসালো? আল্লাহ আপনাকে হাসি মুখে রাখুন। তিনি বললেন, আমি আল্লাহর দুশমন ইবলিশকে দেখে হাসলাম। সে যখন জানতে পারলো যে, মহান আল্লাহ্ আমার উম্মতের জন্য আমি যে দু'আ করেছি তা কবুল করেছেন এবং যালিমকেও ক্ষমা করে দিয়েছেন, তখন সে মাটি নিয়ে নিজের মাথায় ঢালতে ঢালতে বলতে লাগলো, হায় সর্বনাশ! হায় ধ্বংস! তার অস্থিরতা দেখে আমি হেসেছি।
أحاديث الكتاب
44- عن العباس بن مرادس السلمي رضي الله عنه ان رسول الله صلى الله عليه وسلم دعا عشية عرفة بالمغفرة والرحمة فأكثر الدعاء فأجابه الله عز وجل أن قد فعلت وغفرت لأمتك إلا من ظلم بعضهم بعضا فقال يا رب انك قادر ان تغفر للظالم وتثيب المظلوم خيرا من مظلمته فلم يكن في تلك العشية إلا ذا فلما كان من الغد دعا غداة المزدلفة فعاد يدعو لأمته فلم يلبث النبي صلى الله عليه وسلم أن تبسم فقال بعض أصحابه يا رسول الله بأبي أنت وأمي ضحكت في ساعة لم تكن تضحك فيها فما أضحكك؟ أضحك الله سنك قال تبسمت من عدو الله ابليس حين علم أن الله عز وجل قد استجاب لي في أمتي وغفر للظالم أهوى يدعوى بالثبور والويل ويحثوا التراب على رأسه فتبسمت مما يصنع من جزعه
tahqiqতাহকীক:তাহকীক চলমান