মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
হাদীস নং: ৩০০
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
৬ষ্ঠ হিজরীর ঘটনাবলী
পরিচ্ছেদ: নাজদ অভিমুখে মুহাম্মাদ ইবন মাসলামাহ্-এর সেনা অভিযান, ছুমামা ইবন্ আছালের বন্দী হওয়া এবং তাঁর ইসলাম গ্রহণ
পরিচ্ছেদ: নাজদ অভিমুখে মুহাম্মাদ ইবন মাসলামাহ্-এর সেনা অভিযান, ছুমামা ইবন্ আছালের বন্দী হওয়া এবং তাঁর ইসলাম গ্রহণ
৩০০. আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) নাজদ অভিমুখে একটি অশ্ববাহিনী প্রেরণ করলেন। তারা ছুমামা ইব্ন আছাল নামে বানু হানীফা গোত্রের এক লোককে ধরে নিয়ে এল। সে ছিল ইয়ামামা বাসীদের নেতা। মসজিদের একটি খুঁটির সাথে তাঁকে বেঁধে রাখা হল। রাসূলুল্লাহ (ﷺ) তার নিকট এলেন এবং বললেন, হে ছুমামাহ। তোমার মনোভাব কী? সে বলল হে মুহাম্মাদ আমার মনোভাবতো ভালই। আপনি যদি আমাকে হত্যা করেন তবে এমন লোককে হত্যা করবেন যার খুনের প্রতিশোধ নেয়া হবে আর যদি আপনি কৃপা করেন তবে একজন কৃতজ্ঞ ব্যক্তিকে কৃপা করবেন। আর আপনি যদি ধনসম্পদ চান তাহলে আপনি চেয়ে নিন, যা চাইবেন তা পাবেন। রাসূলুল্লাহ (ﷺ) তাকে রেখে চলে গেলেন। পরের দিন তিনি এসে বললেন হে ছুমামাহ্! তোমার মনোভাব কী? সে বলল, আমি আপনাকে আগে যা বলেছি তা। আপনি যদি কৃপা করেন তবে একজন কৃতজ্ঞের প্রতি কৃপা করবেন। আর যদি হত্যা করেন তবে এমন লোককে হত্যা করবেন যার খুনের প্রতিশোধ অনিবার্য। আর আপনি যদি ধনসম্পদ চান তাহলে বলুন যা চাইবেন তা পাবেন। রাসূলুল্লাহ (ﷺ) তাকে রেখে চলে গেলেন। পরদিন রাসূলুল্লাহ (ﷺ) এসে বললেন হে ছুমামাহ! তোমার মনোভাব কী? সে বলল, আগে যা বলেছি তা-ই। আপনি যদি কৃপা করেন তবে একজন কৃতজ্ঞ ব্যক্তির প্রতি কৃপা করবেন। যদি হত্যা করেন তাহলে এমন লোককে হত্যা করবেন যার খুনের প্রতিশোধ অনিবার্য। আর আপনি যদি ধনসম্পদ চান তাহলে বলুন-যা চাইবেন তা পাবেন। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, ছুমামাকে নিয়ে যাও। তাঁরা তাকে মসজিদের পাশে একটি খেজুর বাগানে নিয়ে গেলেন। ছুমামাহ সেখানে গোসল করে নিলেন। তারপর মসজিদে প্রবেশ করে বললেন,
أَشْهَدُ أَنْ لَّا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ
অর্থাৎ, আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ্ ব্যতীত কোন ইলাহ্ নেই আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ (ﷺ) আল্লাহর রাসূল।
হে মুহাম্মাদ (ﷺ)! আল্লাহর কসম এই ধরাপৃষ্ঠে আমার নিকট আপনার চেহারার চেয়ে অধিক ঘৃণ্য কোন চেহারা ছিল না আর এখন আপনার চেহারা আমার নিকট সর্বাধিক প্রিয় চেহারা। আল্লাহর কসম আমার নিকট আপনার ধর্মের চেয়ে অধিক ঘৃণ্য কোন ধর্ম ছিল না আর এখন আমার নিকট আপনার ধর্ম সর্বাধিক প্রিয় ধর্ম। আল্লাহর কসম আমার নিকট আপনার শহরের চেয়ে অধিক ঘৃণ্য কোন শহর ছিল না আর এখন আপনার শহর হয়েছে আমার সর্বাধিক প্রিয় শহর। আপনার অশ্ববাহিনী আমাকে ধরে এনেছে। আমি মূলতঃ তখন উমরাহ করার উদ্দেশ্যে বের হয়েছিলাম এখন আপনি বলুন কী করা যায়? অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে সুসংবাদ দিলেন এবং উমরাহ সম্পাদনের নির্দেশ দিলেন। তিনি যখন মক্কায় উপস্থিত হলেন তখন কে একজন বলল তুমি তো ধর্মান্তরিত হয়েছ। উত্তরে তিনি বললেন, না-তা নয় বরং আমি রাসূল মুহাম্মদ (ﷺ)-এর হাতে ইসলাম গ্রহণ করেছি। আল্লাহর কসম যতক্ষণ না রাসূলুল্লাহ (ﷺ) অনুমতি দিবেন ততক্ষণ ইয়ামামা থেকে একটি গমের বিচিও তোমাদের নিকট আসবে না।
أَشْهَدُ أَنْ لَّا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ
অর্থাৎ, আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ্ ব্যতীত কোন ইলাহ্ নেই আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ (ﷺ) আল্লাহর রাসূল।
হে মুহাম্মাদ (ﷺ)! আল্লাহর কসম এই ধরাপৃষ্ঠে আমার নিকট আপনার চেহারার চেয়ে অধিক ঘৃণ্য কোন চেহারা ছিল না আর এখন আপনার চেহারা আমার নিকট সর্বাধিক প্রিয় চেহারা। আল্লাহর কসম আমার নিকট আপনার ধর্মের চেয়ে অধিক ঘৃণ্য কোন ধর্ম ছিল না আর এখন আমার নিকট আপনার ধর্ম সর্বাধিক প্রিয় ধর্ম। আল্লাহর কসম আমার নিকট আপনার শহরের চেয়ে অধিক ঘৃণ্য কোন শহর ছিল না আর এখন আপনার শহর হয়েছে আমার সর্বাধিক প্রিয় শহর। আপনার অশ্ববাহিনী আমাকে ধরে এনেছে। আমি মূলতঃ তখন উমরাহ করার উদ্দেশ্যে বের হয়েছিলাম এখন আপনি বলুন কী করা যায়? অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে সুসংবাদ দিলেন এবং উমরাহ সম্পাদনের নির্দেশ দিলেন। তিনি যখন মক্কায় উপস্থিত হলেন তখন কে একজন বলল তুমি তো ধর্মান্তরিত হয়েছ। উত্তরে তিনি বললেন, না-তা নয় বরং আমি রাসূল মুহাম্মদ (ﷺ)-এর হাতে ইসলাম গ্রহণ করেছি। আল্লাহর কসম যতক্ষণ না রাসূলুল্লাহ (ﷺ) অনুমতি দিবেন ততক্ষণ ইয়ামামা থেকে একটি গমের বিচিও তোমাদের নিকট আসবে না।
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
ابواب حوادث سنة ست من الهجرة
باب ما جاء في سرية محمد بن سلمة رضي الله تبارك وتعالي عنه قبل نجد وأسر ثمامة بن أثال وإسلامه رضي الله عنه
باب ما جاء في سرية محمد بن سلمة رضي الله تبارك وتعالي عنه قبل نجد وأسر ثمامة بن أثال وإسلامه رضي الله عنه
عن أبي هريرة رضي الله عنه (1) قال بعث رسو ل الله صلي الله عليه وعلي آله وصحبه وسلم خيلا قبل نجد فجاءت برجل من بني حنيفة ثمامة بن أثال (2) سيد أهل اليمامة فربطوه بسارية من سواري المسجد (3) فخرج اليه رسول الله - صلى الله عليه وسلم - فقال له ماذا عندك يا ثمامة؟ (4) قال عندي يا محمد خير، إن تقتل ذام دم (5) وان تنعم تنعم علي شاكر، وان كنت تريد المال فسل تعط منها ما شئت، فتركه رسو ل الله - صلى الله عليه وسلم - حتي إذا كان الغد قال له ما عندك يا ثمامة؟ قال ما قلت لك ان تنعم تنعم علي شاكر وان تقتل تقتل ذا دم، وان كنت تريد المال فسل تعط منه ما شئت فتركه رسول الله - صلى الله عليه وسلم - حتي كان بعد الغد فقال له ما عندك يا ثمامة؟ فقال عندي ما قلت لك ان تنعم تنعم علي شاكر وان تقتل تقتل ذا دم، وان كنت تريد المال فسل تعط منه ما شئت فقال رسول الله - صلى الله عليه وسلم - انطلقوا بثمامة: فانطلقوا به إلي نخل قريب من المسجد فاغتسل ثم دخل المسجد فقال أشهد أن لا إله إلا الله وأشهد أن محمد ارسول الله: يا محمد والله ما كان علي وجه الأرض أبغض إلي من وجهك فقد أصبح وجهك أحب الوجوه كلها الي، والله ما كان من دين أبغض الي من دينك فأصبح دينك أحب الأديان الي، والله ما كان بلد أبغض الي من بلدك فاصبح بلدك أحب البلاد الي: وان خيلك أخذتني واني أريد العمرة فماذا تري؟ فبشره رسول الله - صلى الله عليه وسلم - وأمره أن يعتمرفلما قدم مكة قال له قاتل صبأت (1) فقال لا ولكن أسلمت مع محمد رسول الله - صلى الله عليه وسلم - والله لا يأتيكم من اليمامة حبة حنطة حتى يأذن فيها رسول الله صلى الله عليه وسلم