মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়

হাদীস নং: ২৯৫
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ: বানু কুরায়যার যুদ্ধ
২৯৫. উম্মুল মুমেনীন আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেছেন, বানু কুরায়যা গোত্রের মহিলাদের মধ্যে শুধু একজন মহিলাকে হত্যা করা হয়েছিল। তিনি বলেন আল্লাহর কসম ওই মহিলা আমার নিকট ছিল। আমার সাথে কথা বলছিল এবং দিব্যি হাসাহাসি করছিল। ওদিকে রাসূলুল্লাহ (ﷺ) বাজার এলাকায় ওদের পুরুষদের হত্যা করছিলেন। হঠাৎ এক ঘোষক মহিলাটির নাম ধরে চীৎকার দিয়ে বলল অমুক কোথায়? সে বলল আল্লাহর কসম, আমি এই যে, এখানে। আয়েশা (রা) বলেন আমি বললাম হায়! তোমার ব্যাপারে আবার কী ঘটল? সে বলল আমাকে হত্যা করা হবে। আয়েশা বলেন আমি বললাম, কেন? সে বলল, বড় এক ঘটনার জন্যে যা আমি ঘটিয়েছি। অতঃপর তাকে নিয়ে গিয়ে হত্যা করা হল। হযরত আয়েশা (রা) বলতেন মৃত্যু নিশ্চিত জেনেও মহিলাটির স্বাচ্ছন্দ্য কথাবার্তা ও হাসাহাসিতে আমার বিস্ময় ও আশ্চর্য হবার কথাটা আমি ভুলব না।
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب ما جاء خاصا بغزوة بني قريظة
عن عائشة أم المؤمنين (9) رضي الله عنها قالت لم يقتل من نسائهم (10) إلا امرأة واحدة قالت والله انها لعندي تحدث معي تضحك ظهراً وبطنا (11) ورسول الله - صلى الله عليه وسلم - يقتل رجالهم بالسوق إذ هتف هاتف باسمها أين فلانة؟ قالت أنا والله، قالت قلت ويلك ومالك؟ قالت أقتل، قالت قلت ولم؟ قالت حدثا أحدثته قالت فانطلق بها فضربت عنقها، وكانت عائشة رضي الله تبارك وتعالي تقول والله ما أنسي عجبي من طيب نفسها (1) وكثرة ضحكها وقد عرفت أنها تقتل
tahqiqতাহকীক:তাহকীক চলমান