মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়

হাদীস নং: ২৮৬
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ: আহযাবের যুদ্ধে মুজাহিদগণের বীরত্ব ও সাহসিকতা প্রদর্শন: একপর্যায়ে তাঁদের নামায ছুটে যায় এবং এই যুদ্ধে শত্রুসেনাদের জন্যে রাসূলুল্লাহ (ﷺ)-এর বদ দু'আ
২৮৬. জাবির ইব্‌ন আবদুল্লাহ্ (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) খন্দকের যুদ্ধের দিন মসজিদের নিকট এসে চাদর খুলে দাঁড়িয়েছিলেন এবং দুহাত তুলে শত্রুদের জন্যে বদ দু'আ করেছিলেন, নামায আদায় করেননি। এরপর তিনি এলেন-তাদের জন্যে বদ দু'আ করলেন এবং নামায আদায় করলেন।
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب فيما ابداه المجاهدون من الشجاعة والاستبسال في القتال
عن جابر بن عبد الله (9) أن النبي صلي الله عليه وسلم أتي إلي مسجد يعني الأحزاب (10) فوضع رداءه وقام ورفع يديه مداً يدعو عليهم ولم يصل ثم جاء ودعا عليهم وصلى
tahqiqতাহকীক:তাহকীক চলমান