মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়

হাদীস নং: ২৭২
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ: রাসূলুল্লাহ (ﷺ) ও উম্মু সালামা (রা)-এর বিয়ে
২৭২. উম্মু সালামা (রা) এর অন্য এক বর্ণনায় এটুকু অতিরিক্ত এসেছে যে, একপর্যায়ে রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে বিয়ে করলেন। রাসূলুল্লাহ (ﷺ) তাঁর নিকট এসে দেখতে পেলেন যে, তিনি বাচ্চাকে দুধ পান করাচ্ছেন। এটি দেখে রাসূলুল্লাহ (ﷺ) ফিরে গেলেন। তিনি পুনরায় এলেন তখনও দেখলেন যে, তিনি বাচ্চাকে দুধ পান করাচ্ছেন। এটা দেখে রাসূলুল্লাহ (ﷺ) ফিরে গেলেন। আম্মার ইবন্ ইয়াসির এ ঘটনা অবগত হলেন এবং তিনি এসে বললেন এই বাচ্চাটি রাসূলুল্লাহ (ﷺ) এর ইচ্ছা পূরণে বাধা হয়েছে। ওকে আমার নিকট দিয়ে দাও। অতঃপর তিনি অন্যত্র বাচ্চাটির দুধ পানের ব্যবস্থা করলেন। পুনরায় রাসূলুল্লাহ (ﷺ) এলেন। বাচ্চাটিকে না দেখে তিনি বললেন যায়নাব কোথায়? উম্মু সালামা (রা) বললেন, ইয়া রাসূলাল্লাহ্ (ﷺ)! আম্মার ইবন ইয়াসির তাকে নিয়ে গিয়েছে। এ পর্যায়ে রাসূলুল্লাহ (ﷺ) তাঁর সাথে বাসর সম্পন্ন করলেন। এরপর তিনি বললেন তোমার পরিবারের নিকট তোমার একটি বিশেষ মর্যাদা রয়েছে। রাসূলুল্লাহ (ﷺ) তাঁর নিকট সন্ধ্যা পর্যন্ত ছিলেন। এরপর বললেন তুমি চাইলে আমি তোমার নিকট একাধারে সাত রাত থাকব। সেক্ষেত্রে অন্যদের জন্যেও একাধারে সাত রাত করে অবস্থান করব। আর তুমি চাইলে সাধারণ নিয়মে বণ্টন করব। উম্মু সালামা (রা) বললেন আপনি বরং আমার জন্যে সাধারণ নিয়মে রাত বণ্টন করুন।
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب ما جاء في زواجه - صلى الله عليه وسلم - بأم سلمة رضي الله عنها
عن عبد العزيز بن بنت أم سلمة (2) عن أم سلمة بنحوه وفيه قال فتزوجها رسول الله - صلى الله عليه وسلم - قال فأتاها فوجدها ترضع فانصرف، ثم أتاها فوجدها ترضع فانصرف. قال فبلغ ذلك عمار بن ياسر فأتاها فقال حلت بين رسول الله - صلى الله عليه وسلم - وبين حاجته هلم الصبية، قال فاخذها فاسترضع لها، فأتاها رسول الله - صلى الله عليه وسلم - فقال اين زناب؟ يعني زينب، قالت يا رسول الله اخذها عمار، فدخل بها وقال ان بك علي أهلك كرامة، قال فأقام عندها الي العشي ثم قال ان شئت سبعت لك، وان سبعت لك سبعت لسائر نسائي؟ وان شئت قسمت لك؟ قالت لا بل اقسم لي
tahqiqতাহকীক:তাহকীক চলমান