মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়

হাদীস নং: ২১৯
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
রামাদান মাসে বৃহৎ বদর যুদ্ধ সংক্রান্ত পরিচ্ছেদসমূহ

পরিচ্ছেদ: বদর যুদ্ধ বিষয়ে সাহাবীগণের (রা) সাথে রাসুলুল্লাহ (ﷺ)-এর পরামর্শ
২১৯. হযরত আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত তিনি বলেছেন- রাসূলুল্লাহ (ﷺ) যখন বদরের উদ্দেশ্যে যাত্রা করলেন তখন তাঁবু থেকে বেরিয়ে এসে তিনি জনগণের পরামর্শ আহ্বান করলেন। হযরত আবু বকর (রা) তাঁর পরামর্শ পেশ করলেন। আবার পরামর্শ চাইলেন। এবার হযরত উমার (রা) তাঁর পরামর্শ পেশ করলেন। এরপর তিনি নীরব রইলেন, অতঃপর জনৈক আনসারী সাহাবী বললেন ওহে আনসারগণ, রাসূলুল্লাহ (ﷺ) তোমাদের পরামর্শ চাচ্ছেন। এবার আনসারীগণ বলল, ইয়া রাসূলাল্লাহ, আমরা মুসা (আ) এর সম্প্রদায়ের মত হব না। তাঁর সম্প্রদায় তো তাঁকে বলেছিল
اذهب أنت وربُّك قائِلًا إِنَّا هَاهُنَا قَاعِدُونَ
আপনি আর আপনার প্রতিপালক যান এবং যুদ্ধ করুন আমরা এখানে বসে থাকব। (সূরা মায়িদা : ২৪)।
ইয়া রাসূলুল্লাহ, আমরা বরং এমন থাকব যে আপনি যদি উটের মৃত্যু ঘটিয়ে সুদূর বারকাল গামাদ নামক স্থানেও যান আমরা আপনার সাথে থাকব।
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
ابواب ما جاء في غزوة بدر الكبري في رمضان

باب ماجاء في استشارة النبي - صلى الله عليه وسلم - أصحابه بشأنها
عن أنس بن مالك (2) قال لما سار رسول الله - صلى الله عليه وسلم - إلي بدر خرج فاستشار الناس فأشار عليه أبو بكر رضي الله عنه ثم استشارهم فأشار عليه عمر رضي الله عنه فسكت، فقال رجل من الأنصار إنما يريدكم فقالوا يا رسول الله والله لانكون كما قالت بنو اسرائيل لموسي عليه السلام أذهب أنت وربك فقاتلا إنا هاهنا قاعدون، ولكن والله لو ضربت أكباد الأبل حتي تبلغ برك الغماد لكنا معك
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ২১৯ | মুসলিম বাংলা