মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়

হাদীস নং: ২১৩
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
২য় হিজরী সনে সংঘটিত ঘটনাবলীর পরিচ্ছেদসমূহ

পরিচ্ছেদ: রাসূলুল্লাহ (ﷺ)-এর যুদ্ধের সংখ্যা এবং সমরনীতি
২১৩. হযরত আনাস (রা) থেকে বর্ণিত তিনি বলেন, যুদ্ধ করার সময় রাসূলুল্লাহ (ﷺ) এই দুআ পাঠ করতেন
اَللَّهُمَّ أَنْتَ عَضُدِى وَأَنْتَ نَصِيْرِي وَبِكَ أُقَاتِلُ
হে আল্লাহ আপনি আমার শক্তি। আপনি আমার সাহায্যকারী। আপনার প্রতি নির্ভরশীল হয়ে আমি যুদ্ধ করছি।
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
أبواب حوادث السنة الثانية من الهجرة

باب ما جاء في عدد غزواته - صلى الله عليه وسلم - وشئ من أداب الغزو
عن أنس (5) قال كان النبي - صلى الله عليه وسلم - اذا غزا قال اللهم أنت عضدي (6) وأنت نصيري وبك أقاتل
tahqiqতাহকীক:তাহকীক চলমান