মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়

হাদীস নং: ২১২
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
২য় হিজরী সনে সংঘটিত ঘটনাবলীর পরিচ্ছেদসমূহ

পরিচ্ছেদ: রাসূলুল্লাহ (ﷺ)-এর যুদ্ধের সংখ্যা এবং সমরনীতি
২১২. জাবির (রা) থেকে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) নিষিদ্ধ মাসে যুদ্ধ করতেন না, যদি না তাঁর বিরুদ্ধে যুদ্ধ চাপিয়ে দেয়া হত। পূর্ব থেকে যুদ্ধ চলতে থাকলে যখন নিষিদ্ধ মাস আসত তখন তিনি যুদ্ধ বিরতি দিতেন। নিষিদ্ধ মাস অতিক্রান্ত না হওয়া পর্যন্ত যুদ্ধ বিরতি অব্যাহত থাকত।
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
أبواب حوادث السنة الثانية من الهجرة

باب ما جاء في عدد غزواته - صلى الله عليه وسلم - وشئ من أداب الغزو
عن جابر (3) قال لم يكن رسول الله - صلى الله عليه وسلم - يغزو في الشهر الحرام إلا أن يغزي (4) أو يغزوا، فاذا حضر ذلك أقام حتي ينسلخ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ২১২ | মুসলিম বাংলা