মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়

হাদীস নং: ২১০
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
২য় হিজরী সনে সংঘটিত ঘটনাবলীর পরিচ্ছেদসমূহ

পরিচ্ছেদ: রাসূলুল্লাহ (ﷺ)-এর যুদ্ধের সংখ্যা এবং সমরনীতি
২১০. বারা ইব্‌ন আযিব (রা) থেকে বর্ণিত তিনি বলেছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) ১৫টি যুদ্ধ করেছেন। অন্য বর্ণনায় ইসরাঈল বর্ণনা করেছেন আবূ ইসহাক থেকে তিনি বারা ইব্‌ন আযিব (রা) থেকে, তিনি বলেছেন যে, আমরা রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে ১৫টি যুদ্ধে অংশগ্রহণ করেছি। আমি এবং আবদুল্লাহ্ ইবন উমার সমবয়সী ছিলাম।
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
أبواب حوادث السنة الثانية من الهجرة

باب ما جاء في عدد غزواته - صلى الله عليه وسلم - وشئ من أداب الغزو
عن البراء بن عازب (2) قال غزا رسول الله - صلى الله عليه وسلم - خمس عشرة غزوة (3) (ومن طريق ثان) (4) ثنا إسرائيل عن أبي اسحق عن البراء ابن عازب رضي الله تبارك وتعالي عنه غزونا مع رسول الله - صلى الله عليه وسلم - خمس عشرة غزوة وأنا وعبدالله بن عمر لدة
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ২১০ | মুসলিম বাংলা