মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়

হাদীস নং: ২০৫
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ: রাসূলুল্লাহ (ﷺ)-এর বিরুদ্ধে মদীনার ইয়াহুদী ও মুনাফিকদের শত্রুতার বিবরণ
২০৫. হযরত ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত তিনি বলেন, আমরা বানর ও শুকর জাতি সম্পর্কে রাসূলুল্লাহ (ﷺ) কে জিজ্ঞেস করেছিলাম যে, এগুলো ইয়াহূদীদের বংশজাত কিনা? ইয়াহুদীদের থেকে এগুলোর উৎপত্তি কিনা? নেতিবাচক উত্তর দিয়ে তিনি বললেন মহান আল্লাহ্ যখন কোন সম্প্রদায়কে লা'নত দিয়ে আকার ও আকৃতি বিকৃত করে দেন তখন তাদেরকে ধ্বংস করে দিয়ে নির্বংশ করে দেন-তাদের কোন বংশধারা অবশিষ্ট রাখেন না। এই যে, বানর ও শুকর এগুলো আলাদা ও মৌলিক প্রজাতি। মহান আল্লাহ্ যখন ইয়াহূদীদের একটি নির্দিষ্ট অংশের প্রতি অসন্তুষ্ট হলেন, তখন তাদের আকার-আকৃতি পরিবর্তন করে তাদেরকে বানর ও শুকরের ন্যায় করে দিলেন।
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب ما جاء في مناوأة اليهود ومنافقي المدينة للنبي - صلى الله عليه وسلم
عن ابن مسعود (2) قال سألنا رسول الله - صلى الله عليه وسلم - عن القردة والخنازير أهي من أصل اليهود؟ فقال رسول الله - صلى الله عليه وسلم - ان الله لم يلعن قوما قط فمسخهم فكان لهم نسل حين يهلكهم، ولكن هذا خلق كان، فلما غضب الله علي اليهود (3) مسخهم فجعلهم مثلهم
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ২০৫ | মুসলিম বাংলা