মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
হাদীস নং: ১৭৩
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ: রাসূল (ﷺ) এর বাণী: (মক্কা) বিজয়ের পর কোন হিজরত নেই
(১৭৩) আবু সা'ঈদ আল-খুদরী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, জনৈক ব্যক্তি নবী (ﷺ) এর কাছে এসে হিজরত সম্পর্কে প্রশ্ন করেন। রাসূল (ﷺ) বললেন, কী বলছ। হিজরতের বিষয়টা যে বড় কঠিন! তোমার কি কোন উট আছে? লোকটি বললেন, জ্বি হ্যাঁ। রাসূল (ﷺ) বললেন, তুমি কি এর যাকাত প্রদান কর? বললেন, জ্বি হ্যাঁ। রাসূল (ﷺ) বললেন, তুমি কি সেই উটের দুধ থেকে কিছু দান কর? লোকটি বললেন, হ্যাঁ। রাসূল (ﷺ) বললেন, তুমি কি বিশ্রামস্থলে সমবেত লোকদের জন্য তোমার উষ্ট্রীর দুগ্ধ দোহন কর? লোকটি বললেন, হ্যাঁ। তখন রাসূল (ﷺ) বললেন, তাহলে যেখানে খুশী অবস্থান করে তুমি আমলে রত থাক। নিশ্চয় আল্লাহ্ তা'আলা তোমার কোন আমলকেই (বিনা প্রতিদানে) ছেড়ে দিবেন না।
(বুখারী, মুসলিম, তিরমিযী, নাসাঈ, ইব্ন মাজা।)
(বুখারী, মুসলিম, তিরমিযী, নাসাঈ, ইব্ন মাজা।)
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب قوله صلى الله عليه وسلم لا هجرة بعد الفتح يعنى فتح مكة
عن أبى سعيد الخدرى قال جاء رجل الى النبى صلى الله عليه وسلم فسأله عن الهجرة فقال ويحك إن الهجرة شأنها شديد فهل لك من ابل؟ قال نعم، قال هل تؤدى صدقتها؟ قال نعم، قال هل تمنح منها قال نعم، قال هل تحلبها يوم وردها قال نعم، قال فاعمل من وراء البحار فان الله لن يترك من عملك شيئا