মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
হাদীস নং: ১৭২
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ: রাসূল (ﷺ) এর বাণী: (মক্কা) বিজয়ের পর কোন হিজরত নেই
(১৭২) জুবাইর ইবন মুত'য়িম থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহকে (ﷺ) জিজ্ঞেস করলাম, কিছু লোকের ধারণা, আমরা যারা মক্কায় আছি তাদের কোন ছাওয়াব নেই। রাসূল (ﷺ) বললেন, তোমাদেরকে অবশ্যই তোমাদের প্রতিদান দেওয়া হবে, এমনকি তোমরা খেকশিয়ালের গর্তে থাকলেও। অতঃপর জুবাইর তাঁর মাথাটি রাসূলের (ﷺ) প্রতি ঝুঁকিয়ে দিলেন। তখন রাসূল (ﷺ) বললেন, অবশ্য আমার সাহাবীগণের মধ্যে কতিপয় মুনাফিকও রয়েছে।
(এই হাদীসের সনদ, ব্যাখ্যা ও বরাত 'আত্তারহীব মিনান্ নিফাক' নামক পরিচ্ছেদে ১৯তম খন্ডে ৮৩ নং হাদীসে উল্লেখ করা হয়েছে।)
(এই হাদীসের সনদ, ব্যাখ্যা ও বরাত 'আত্তারহীব মিনান্ নিফাক' নামক পরিচ্ছেদে ১৯তম খন্ডে ৮৩ নং হাদীসে উল্লেখ করা হয়েছে।)
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب قوله صلى الله عليه وسلم لا هجرة بعد الفتح يعنى فتح مكة
عن جبير بن مطعم قال قلت يا رسول الله أنهم يزعمون أنه ليس لنا أجر بمكة قال لتأتينكم أجوركم ولو كنتم فى جحر ثعلب قال فأصغى الى رسول الله صلى الله عليه وسلم برأسه فقال إن فى أصحابى منافقين