মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়

হাদীস নং: ১৫৩
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ : রাসূলুল্লাহ্ (ﷺ) এর মদীনায় আগমন, মদীনাবাসী স্ত্রী পুরুষগণ সবাই মিলে তাঁকে অভ্যর্থনা জ্ঞাপন এবং আবু আইয়ুব আল-আনসারীর (রা) গৃহে তাঁর অবস্থান
(১৫৩) আনাস (রা) হতে আরও বর্ণিত, তিনি বলেন, যখন আল্লাহর রাসূল (ﷺ) মদীনায় আগমন করেন, তখন এই আনন্দের আতিশয্যে হাবশিরা তাঁর আগমন উপলক্ষে বর্শাযুদ্ধ খেলায় মেতে ওঠেন। (এমনকি ঈদের দিনের আনন্দের চেয়েও তারা অধিক আনন্দিত হয়েছিলেন।)
(তিরমিযী, সনদ সহীহ।)
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب ما جاء في قدومه صلى الله عليه وسلم الى المدينة وخروج اهلها به واستقبالهم اياه جميعا رجالا ونساء ونزوله بدار أبى أيوب الانصارى
وعنه أيضًا قال لما قدم رسول الله صلى الله عليه وسلم المديمنة لعبت الحبشة لقدومه بحرابهم فرحا بذلك
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ১৫৩ | মুসলিম বাংলা