মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
হাদীস নং: ১৫২
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ : রাসূলুল্লাহ্ (ﷺ) এর মদীনায় আগমন, মদীনাবাসী স্ত্রী পুরুষগণ সবাই মিলে তাঁকে অভ্যর্থনা জ্ঞাপন এবং আবু আইয়ুব আল-আনসারীর (রা) গৃহে তাঁর অবস্থান
(১৫২) আনাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) যখন হিজরতের সময় আগমন করেন, তখন রাসূল (ﷺ) সওয়ারীর উপর আরোহণ করে আসছিলেন; আর আবূ বকর (রা) তাঁর পেছনে বসা ছিলেন। আবু বকর (রা) সিরিয়ায় যাতায়াত করতেন বিধায় পথিমধ্যে (লোকজনের কাছে) পরিচিত ছিলেন। তাই তাঁরা যখন বিভিন্ন গোত্রের পাশ দিয়ে অতিক্রম করে যাচ্ছিলেন, তখন তারা আবূ বকরকে (রা) জিজ্ঞেস করেন, আপনার সম্মুখে উপবিষ্ট ইনি কে? আবু বকর (রা) বলেন, ইনি আমার পথ প্রদর্শক। তাঁরা যখন মদীনার সন্নিকটে উপনীত হন, তখন তারা আনসারী মুসলিমগণের কাছে তথা আবু উমামা ও তাঁর সাথীদের কাছে খবর প্রেরণ করেন। তখন তাঁরা (আনসারগণ) এগিয়ে আসেন এবং বলেন, স্বাগতম, শান্তি ও নিরাপত্তার মধ্যে আপনারা প্রবেশ করুন। অতঃপর তারা প্রবেশ করেন। আনাস বলেন, যেদিন রাসূলুল্লাহ্ (ﷺ) ও আবু বকর (রা) মদীনায় প্রবেশ করেন, সেদিনের ন্যায় অত্যধিক আলোকিত ও সুন্দর দিন আমরা আর কখনও দেখিনি। পক্ষান্তরে আমি তাঁর ওফাতও প্রত্যক্ষ করেছি, আর সেদিনের ন্যায় এত অধিক অন্ধকারাচ্ছন্ন ও খারাপ দিন প্রত্যক্ষ করিনি।
(বুখারী, ইবন ইসহাকও এই মর্মে হাদীস উদ্ধৃত করেছেন।)
(বুখারী, ইবন ইসহাকও এই মর্মে হাদীস উদ্ধৃত করেছেন।)
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب ما جاء في قدومه صلى الله عليه وسلم الى المدينة وخروج اهلها به واستقبالهم اياه جميعا رجالا ونساء ونزوله بدار أبى أيوب الانصارى
عن أنس قال لما هاجر رسول الله صلى الله عليه وسلم كان رسول الله صلى الله عليه وسلم يركب وأبو بكر رديفه وكان أبو بكر يعرف فى الطريق لا ختلافه الى الشام وكان يمر بالقوم فيقولون من هذا بين يديك يا أبا بكر؟ فيقول هاد يهدينى فلما دنوا من المدينة بعث الى القوم الذين اسلموا من الانصار الى أبى امامة وأصحابه فخرجوا اليهما فقالوا ادخلا آمنين مطاعين فدخلا، قال انس فما رأيت يوما قط انور ولا احسن من يوم دخل رسول الله صلى الله عليه وسلم وأبو بكر المدينة. وشهدت وفاته فما رأيت يوما قط أظلم ولا اقبح من اليوم الذى توفى رسول الله صلى الله عليه وسلم فيه