মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
হাদীস নং: ১৪৫
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ: নবী (ﷺ) এর হিজরত। হিজরতে তাঁর সফরসঙ্গী হিসেবে আবু বকর (রা)-কে নির্বাচন, সফরের প্রস্তুতি এবং তাঁদের মক্কা থেকে গারে-ছওরে প্রবেশ
(১৪৫) আসমা বিনতি আবীবকর (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, যখন রাসূলুল্লাহ্ (ﷺ) (মদীনার উদ্দেশ্যে) বের হলেন, এবং তাঁর সঙ্গী হিসেবে আবূ বকর (রা) বের হলেন, তখন আবুবকর তাঁর (সঞ্চিত) সব সম্পদ সাথে করে নিয়ে নেন। (পরিমাণ ছিল) পাঁচ হাজার অথবা ছয় হাজার দিরহাম। এসবই তিনি তাঁর সাথে করে নিয়ে যান। (তিনি চলে যাওয়ার পর) আমার দাদা আবু কুহাফা আগমন করেন। তাঁর দৃষ্টিশক্তি বিনষ্ট হয়ে গিয়েছিল। তিনি এসে বললেন, আল্লাহর শপথ, আমার মনে হচ্ছে সে (আবু বকর) তোমাদেরকে বিপন্ন করে গেছে-তার সাথে তার যাবতীয় সম্পদ নিয়ে চলে গিয়ে। আমি বললাম, না দাদাজান, তিনি (আব্বা) আমাদের জন্য অনেক সম্পদ রেখে গেছেন। আসমা (রা) বলেন, এরপর আমি বেশকিছু পরিমাণ পাথর নিয়ে ছেড়ে দিলাম (যাতে শব্দ হলো); এবং তা গৃহের নির্ধারিত কুঠরীর মধ্যে তা রেখে দিলাম, যেখানে আমার আব্বা তাঁর সম্পদ রাখতেন। এরপর (ঐ পাথরগুলোর) উপর কাপড় দিয়ে ঢেকে দিলাম। এবার তাঁর হাত ধরে (সেখানে দিয়ে গেলাম) বললাম, দাদাজান, এই সম্পদের উপর আপনার হাত রাখুন। অতঃপর আবু কুহাফা তাঁর হাত সেখানে রাখলেন এবং বললেন, ঠিক আছে, সে যদি তোমাদের জন্য এই সম্পদ রেখে গিয়ে থাকে, তাহলে সে ভালই করেছে। এতে তোমাদের চলে যাবে।
রাবী (আসমা রা.) বলেন, প্রকৃতপক্ষে আল্লাহর শপথ, আব্বা আমাদের জন্য কিছুই রেখে যাননি। আমি কেবল এর মাধ্যমে বৃদ্ধকে সান্ত্বনা দিতে চেয়েছি।
রাবী (আসমা রা.) বলেন, প্রকৃতপক্ষে আল্লাহর শপথ, আব্বা আমাদের জন্য কিছুই রেখে যাননি। আমি কেবল এর মাধ্যমে বৃদ্ধকে সান্ত্বনা দিতে চেয়েছি।
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب هجرة النبى صلى الله عليه وسلم واختيار أبا بكر رضي الله عنه ليكون رفيقه فى الهجرة وتجهيزهما لذلك وخروجهما من مكة إلى أن دخلا غار ثور
عن يحيى بن عباد بن عبد الله بن الزبيران أباه حدثه عن جدته أسماء بنت أبى بكر قالت لما خرج رسول الله صلى الله عليه وسلم وخرج معه أبو بكر احتمل أبو بكر ماله كله معه خمسة آلاف درهم أو ستة آلاف درهم، قالت وانطلق بها معه، قالت فدخل علينا جدى أبو قحافة وقد ذهب بصره فقال والله انى لأراه قد فجعكم بماله مع نفسه، قالت قلت كلا يا أبت انه قد ترك لنا خيرا كثيرا، قالت فأخذت أحجارًا فتركتها فوضعتها فى كوة ببيت كان أبى يضع فيها ماله، ثم وضعت عليها ثوبا ثم أخذت بيده فقلت يا أبت ضع يدك على هذا المال قالت فوضع يده عليه فقال لا بأس إن كان قد ترك لكم هذا فقد أحسن، وفى هذا لكم بلاغ، قالت لا والله ما ترك لنا شيئا ولكني قد أردت أن أسكن الشيخ بذلك