মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়

হাদীস নং: ১০৬
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ : যারা বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ্ (ﷺ) ইসরা ও মি'রাজ রজনীতে বাইতুল মাকদিসে সমস্ত নবীগণ সমেত (আ) সালাত আদায় করেছেন
(১০৬) ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, যে রজনীতে আল্লাহর নবীকে (ﷺ) ভ্রমণ করানো হয় এবং তিনি জান্নাতে প্রবেশ করেন, সেখানে জান্নাতের পাশে তিনি মৃদু শব্দ শুনতে পান। জিব্রীলকে (আ) জিজ্ঞেস করেন, এটি কী? তিনি বললেন, ইনি হচ্ছেন মুয়াযযিন বিলাল। অতঃপর রাসূল (ﷺ) যখন মানুষের কাছে ফিরে আসেন, তখন বলেন, নিশ্চয় বিলাল সফল হয়ে গেছে, আমি তাঁর সম্পর্কে এই এই দেখেছি। রাবী বলেন, এরপর রাসূল (ﷺ) মূসার (আ) সাক্ষাত লাভ করেন, তিনি তাঁকে অভিনন্দন জানান এবং বলেন, উম্মী নবীকে স্বাগতম। তিনি (মূসা আ.) হচ্ছেন তামাটে রংবিশিষ্ট দীর্ঘদেহী আকর্ণলম্বিত কেশবিশিষ্ট একজন সুপুরুষ। রাসূল (ﷺ) জিজ্ঞেস করলেন, ইনি কে? বললেন, মূসা (আ)। রাসূল (ﷺ) আরও এগিয়ে গেলেন। এবার ঈসার (আ) সাথে সাক্ষাত হলো। তিনি তাঁকে স্বাগত জানালেন। রাসূল (ﷺ) জিজ্ঞেস করলেন, ইনি কে? জিব্রীল (আ) বললেন, ইনি হচ্ছেন ঈসা (আ)। এরপর তিনি আরও এগিয়ে গেলেন এবং ব্যক্তিত্বসম্পন্ন সুদর্শন বৃদ্ধের সাথে দেখা হলো। তিনি তাঁকে অভিনন্দন ও সালাম প্রদান করলেন; তাছাড়া সবাই তাঁকে সালাম জানালেন। রাসূলুল্লাহ্ (ﷺ) জিজ্ঞেস করলেন, ইনি কে? জিব্রীল (আ) বললেন, আপনার পিতা ইব্রাহীম (আ)। এরপর রাসূল (ﷺ) জাহান্নামের দিকে দৃষ্টিপাত করলেন এবং দেখতে পেলেন সেখানে একদল লোক মরা খাচ্ছে। রাসূল (ﷺ) বললেন, এরা কারা হে জিব্রীল? এরা হচ্ছে সেই সব লোক যারা মানুষের মাংস ভক্ষণ করে (গীবত করে)। (এছাড়া) তিনি একজন লাল-বাদামী রংবিশিষ্ট এবং নীল চক্ষুবিশিষ্ট সুস্বাস্থ্যের অধিকারী উষ্কখুষ্ক চুলওয়ালা পুরুষকে দেখে জিজ্ঞেস করলেন হে জিব্রীল, ইনি কে? বললেন, ইনি হচ্ছেন সেই সালিহ (আ)এর উটনীর ঘাতক। রাবী বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন মসজিদুল আকসায় প্রবেশ করেন, তখন সালাত আদায়ে দাঁড়ান এবং এপাশ ওপাশ তাকিয়ে দেখতে পান যে, সমস্ত নবীগণ (আ) তাঁর সাথে সালাত আদায় করছেন। যখন তিনি (রাসূল সা) ফিরে আসেন, তখন তাঁর সম্মুখে ডানে ও বামে দু'টি পেয়ালা আনা হলো। একটিতে দুধ, অপরটিতে মধু। রাসূল (ﷺ) দুধের পেয়ালা নিয়ে কিছুটা পান করলেন। যাঁর কাছে পেয়ালা ছিল, তিনি রাসূলকে (ﷺ) উদ্দেশ্য করে বললেন, আপনি সঠিক ফিতরত (স্বভাব ধর্ম) বেছে নিয়েছেন।
(ইবন্ কাছীর ও আহমদ।)
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب من روى انه صلى الله عليه وسلم صلى فى بيت المقدس ليلة الأسراء والمعراج بالنبيين أجمعين عليهم الصلاة وأتم التسليم
عن ابن عباس قال ليلة أسرى بنبى الله صلى الله عليه وسلم ودخل الجنة فسمع من جانبها وجساً قال يا جبريل ما هذا؟ قال هذا بلال المؤذن، فقال نبى الله صلى الله عليه وسلم حين جاء الى الناس قد أفلح بلال رأيت له كذا وكذا قال فلقيه موسى صلى الله عليه وسلم فرحب به وقال مرحبا بالنبي الأمي، قال فقال وهو رجل آدم طويل سبط شعره مع أذنيه أو فوقهما فقال من هذا يا جبريل؟ قال هذا موسى عليه السلام، قال فمضى فلقيه عيسى فلقيه عيسى فرحب به وقال من هذا يا جبريل؟ قال هذا عيسى، قال فمضى فلقيه شيخ جليل مهيب فرحب به وسلم عليه وكلهم بسلم عليه، قال من هذا يا جبريل؟ قال هذا أبوك ابراهيم، قال فنظر فى النار فاذا قوم يأكلون الجيف، فقال من هؤلاء يا جبريل؟ قال هؤلاء الذين يأكلون لحوم الناس، ورأى رجلا احمر أزرق جعدا شعثا اذا رأيته، قال من هذا يا جبريل؟ قال هذا عافر الناقة قال فلما دخل النبى صلى الله عليه وسلم المسجد الأقصى قام يصلى فالتفت ثم التفت فاذا النبيون أجمعون يصلون معه فلما انصرف فجئ احدهما عن اليمين والآخر عن الشمال فى احدهما لبن وفى الآخر عسل فأخذ اللبن فشرب منه فقال الذى كان معه القدح اصبت الفطرة
tahqiqতাহকীক:তাহকীক চলমান